Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to web portal of Department for Inspection of Factories and Establishments.     Healthy workers, Decent workplace, will build Smart Bangladesh 


Title
শ্রম আইনের আওতায় তিন পার্বত্য জেলায় সেবা দিতে রাঙ্গামাটিতে ডাইফের কার্যালয় চালু
Details

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ০৪ আগস্ট ২০২২ তারিখের ৪০.০০.০০০০.০২০.৯৯.০০৫.১৯.৩৩৩ নং স্মারকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি কার্যালয় সৃজন করা হয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ৪০.০১.০০০০.১০১.১৮.০০২.১৬.১৩৪০ নং স্মারকে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাকে উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটির অধিক্ষেত্র নির্ধারণ করা হয়। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধান মোতাবেক প্রদত্ত্ব সেবাসমূহ যেমন- কলকারখানা, প্রতিষ্ঠান (খাবার ও আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক, বীমা, ক্লিনিক, হাসপাতাল, ইত্যাদি), দোকান প্রভৃতিতে উদ্বুদ্ধকরণ, পরিদর্শন, লাইসেন্স/নবায়ন প্রদান, কারখানার মেশিন লে-আউট অনুমোদন, কাজের সময়সূচির অনুমোদনসহ আইনানুগ কার্যক্রম বর্তমানে অত্র কার্যালয়ের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটির সম্মুখস্থ নিম্নোক্ত ঠিকানায় উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটির অফিস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে:

                                                                                                                                                                                                                                                                                          

ঠিকানা:

 কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি

প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)

দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০

ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd

ই- মেইল :  digrangamati@dife.gov.bd

রাঙ্গামাটি কার্যালয়ের অধিক্ষেত্র- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধান মোতাবেক অত্র কার্যালয় কর্তৃক সেবা প্রদান ও কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা এবং প্তরিকসহ সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Attachments
Publish Date
16/10/2022
Archieve Date
31/10/2040

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি

প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)

দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০

ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd

ই- মেইল: digrangamati@dife.gov.bd