Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to web portal of Department for Inspection of Factories and Establishments.     Healthy workers, Decent workplace, will build Smart Bangladesh 


Title
রাঙ্গামাটি জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
Details

রাঙ্গামাটির জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে গঠিত জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা আজ ১৮ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা ১২.৩০টায় রাঙ্গামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই কমিটির সদস্য সচিব- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটির উপমহাপরিদর্শক জনাব মো: মোজাম্মেল হোসেন শিশুশ্রম নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ, প্রকল্প, আইন-বিধি, নীতিমালা, ২০২৫ সালের মধ্যে সারাদেশ থেকে শিশুশ্রম নিরসনে সরকারের লক্ষ্য ইত্যাদি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভায় অতিরিক্ত জেলা (প্রশাসক সার্বিক) জনাব মো: সাইফুল ইসলাম সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে- “রাঙ্গামাটি থেকে শিশুশ্রম নিরসন করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ” সভায় শ্রমে নিয়োজিত শিশুদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে অভিভাবক ও নিয়োগকারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, সারাদেশ থেকে শিশুশ্রম নিরসনে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি কাজ করছে।

Attachments
Publish Date
18/12/2022
Archieve Date
31/12/2025

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি

প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)

দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০

ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd

ই- মেইল: digrangamati@dife.gov.bd