"সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ
গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, প্রেসক্লাবের সভাপতি, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের পরিচালক, অন্যান্য সরকারি দপ্তর হতে আগত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারিবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মাসুদ আলম, শ্রম পরিদর্শক এবং দিবসটির গুরুত্ব সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব পরাগ দাশ, শ্রম পরিদর্শক। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম, শ্রম পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি।
সভায় আরো বক্তব্য রাখেন শ্রম কল্যাণ কেন্দ্র, ঘাগড়া এর মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আক্তার; রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের পরিচালক, জনাব মো: হারুনুর রশিদ মাতব্বর এবং রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি জনাব সাখাওয়াৎ হোসেন রুবেল। আলোচকগণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে শ্রমিকদের সতর্কতা অবলম্বন এবং শ্রমিকদের স্বাস্থ্য-সুরক্ষায় মালিকগণের যথোপযুক্ত উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি
প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)
দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০
ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd
ই- মেইল: digrangamati@dife.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS