"শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি" প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১২ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ সোহেল রানা বক্তব্য রাখেন। শিশুশ্রম বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মোহাম্মদ খাইরুল বশর, শ্রম পরিদর্শক (সেইফটি)।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে কতজন শিশু শ্রমে নিয়োজিত আছে তার তথ্য হালনাগাদে ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে জানিয়ে বক্তারা আরো বলেন সদর উপজেলাকে শিশুশ্রম মুক্ত করে মডেল জোন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৮ জন শ্রমজীবী শিশুকে চিহ্নিত করা হয়েছে এবং আরও তথ্য গ্রহণের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে শিশুদের নিয়ে সচেতনতা মুলক সভা করে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি নগদ অর্থ সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি
প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)
দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০
ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd
ই- মেইল: digrangamati@dife.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS