"শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি"এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় "১২ জুন, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস"- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই জুন বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব মোঃ মোশারফ হোসেন খান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি, জনাব সাখাওয়াত হোসেন রুবেল, জেলা তথ্য অফিস রাঙ্গামাটি এর উপ-পরিচালক, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়কবৃন্দ, চেম্বার অব কমার্সের পরিচালক, প্রতিষ্ঠানের মালিক বৃন্দ ও শ্রমিকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম পরিদর্শক (সাধারণ) জনাব মোঃ জহিরুল ইসলাম এবং বাংলাদেশে শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, কারণ এবং সমাজে এর ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব পরাগ দাশ, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য)।
আলোচনা সভায় বক্তারা শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে তারা তৎপর রয়েছেন বলে মন্তব্য করেন। এরই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত শিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়নে উনারা কাজ করে যাচ্ছেন বলে জানান। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর গাইডলাইন অনুযায়ী এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০২৫ সাল নাগাদ বাংলাদেশ হতে শিশু শ্রম নিরসনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ড্রপডাউন ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পোস্টার টাঙানোসহ বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে শিশু শ্রম প্রতিরোধে বিশেষ পরিদর্শন করা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি
প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)
দক্ষিণ কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০
ওয়েবসাইট: www.dife.rangamati.gov.bd
ই- মেইল: digrangamati@dife.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস